চীনে ভারী বর্ষণে ১০ জন নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চীনে ভারী বর্ষণে ১০ জন নিহত

চীনের হুনান প্রদেশে ভারী বর্ষণে ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো ৩ জন। এতে ২ হাজার ৭০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রদেশটির সরকার বৃহস্পতিবার (৯ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুরো প্রদেশ এই দুর্যোগ প্রতিরোধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে এবং প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার (৮ জুন) এক খবর জানিয়েছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, ‍“বুধবার পর্যন্ত ১০ জন মারা গেছে, তিন জন নিখোঁজ রয়েছে।

হুনানের প্রাদেশিক সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, “ভারী বর্ষণের ফলে নদী ও হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”

সিনহুয়া বলছে, “হুনান প্রদেশের সর্বত্র বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। কিছু আবহাওয়া স্টেশন বৃষ্টিপাতের ঐতিহাসিক স্তরের খবর জানিয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে।

প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, ভাঁজ করা যায় এমন বিছানা, খাবার ও পোশাক দিচ্ছে।

আর্দ্র গ্রীষ্মে মধ্য ও দক্ষিণ চীনে প্রায়ই ভারী বৃষ্টি হয়। এতে ওই সব এলাকায় প্রায়ই বন্যা দেখা দেয়। চীন এক দশকের মধ্যে গত বছর সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। এতে ৩০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

এসএ/