আবারো মুমিনুলের শূন্য, তামিমের শতক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের অনুশীলন ম্যাচ খেলছে বাংলাদেশ। অ্যান্টিগায় কলিজ ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে শুক্রবার (১০ জুন) রাতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তাই লিটন দাসের নেতৃত্বে শুরুটা মোটেই ভালো করতে পারেননি টাইগাররা।
ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। লুইসের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন সাজঘরে। জয়ের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে তামিম ইকবাল জুটি বাঁধেন ১৪২ রানের। শান্ত অর্ধশতক তুলে ৫৪ রান করে বিদায় নেন ম্যাকসয়েনের বলে ক্যাচ দিয়ে।
টপ-অর্ডারের দুই ব্যাটারের বিদায়ের পর মুমিনুল হকও বিদায় নেন রানের খাতা খোলার আগে। সাকিবের অনুপস্থিতিতে এই ম্যাচে নেতৃত্ব দেয়া লিটন দাসও ব্যর্থ হন। মাত্র ৪ রান করে ফিরতে হয় সাজঘরে।
তবে একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। লিটনের বিদায়ের পর ইয়াসির আলী ব্যাট করতে নামলেও আঘাত পেয়ে মাঠ ছাড়েন ১১ রানের মাথায়। মেহেদী হাসান মিরাজ ফেরেন ৭ রান করে।
প্রথম দিনে বাংলাদেশ ৮২.৫ ওভার ব্যাট করে ৬ উইকেটে তুলেছে ২৭৪ রান। মোসাদ্দেক হোসেন ৬ রানে ও দারুণ ফর্মে থাকা তামিম অপরাজিত রয়েছেন ১৪০ রানে।
এসএ/