হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধী। তিনি এতদিন বাড়িতে আইসোলেশনেই ছিলেন। তবে রবিবার (১২ জুন) তাঁকে গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় কংগ্রেসের তরফে দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে এই খবর জানান।
টুইটে তিনি লিখেছেন, কংগ্রেস প্রেসিডেন্ট সনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড সংক্রান্ত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত তিনি স্থিতিশীল, তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালেই রাখা হবে কিছুদিন। আমরা কংগ্রেসের সমস্ত সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই।
গত ১ জুন কোভিড পজিটিভ রিপোর্ট আসে সনিয়ার। এরই মধ্যে একটি মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিতে বলা হয় তাঁকে। গত ৮ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু কোভিড নেগেটিভ রিপোর্ট না আসার কারণে হাজিরার তারিখ পিছনোর অনুরোধ জানান তিনি। পরে ইডি জানায়, ২৩ জুন তদন্তকারী সংস্থার দফতরে উপস্থিত হতে হবে সনিয়াকে।
ওআ/