আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বোমা বিস্ফোরণে ৪ জন নিহত এবং অপর ৭ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুন) রাজধানীর একটি মিনিবাসে এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি‘র প্রতিবেদনে এমনটি জানা গেছে। 

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর সাম্প্রতিক মাসগুলোতে এখানে যে একের পর এক ভয়াবহ হামলা হচ্ছে কাবুলের পূর্বাঞ্চালে সংঘটিত এই হামলা ছিল তার সর্বশেষ ঘটনা।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সংবাদ সংস্থাকে জানান, “এই বোমার ঘটনা তদন্তে সেখানে তালেবান নিরাপত্তা দলের একটি টিম পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত এই হামলার দায়িত্ব কোন গ্রুপ স্বীকার করেনি। এই এলাকা প্রধানত সুন্নি পশতুন অধ্যুসিত।”

এসএ/