যুক্তরাষ্ট্রে সমকামীদের র‍্যালিতে হামলার পরিকল্পনা, আটক ৩১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যুক্তরাষ্ট্রে সমকামীদের র‍্যালিতে হামলার পরিকল্পনা, আটক ৩১

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যে সমকামীদের র‍্যালিতে হামলার পরিকল্পনার সময় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও জাতীয়তাবাদী গোষ্ঠীর ৩১ জনকে আটক করেছে পুলিশ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কোউর ডি’আলেন শহরের পুলিশপ্রধান লি হোয়াইট বলেন, ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীর ৩১ সদস্যকে দাঙ্গা ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে ‘ছোট অপরাধ’ আনা হয়েছে। তবে আরও অভিযোগ আনা হবে। তারা শহরের কেন্দ্রস্থলে দাঙ্গা করতে এসেছিলেন।’’

রোববার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘স্থানীয় এক বাসিন্দা দেখতে পান সাদা মাস্ক পরিহিত, হাতে ঢাল নিয়ে যুবকদের একটি দল। তারা সবাই একটি ছোট ট্রাকে (ইউ-হোল) করে সেখানে অবস্থান নেন। তাদের সবাইকে একই পোশাকে দেখা গেছে। এমনটি দেখে পুলিশকে খবর দেন তিনি। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তাদের ট্রাকসহ আটক করে পুলিশ। এই যুবকরা প্যাট্রিয়ট ফ্রন্ট গ্রুপের সদস্য। তারা যুক্তরাষ্ট্রের ১১টি রাজ্যের বাসিন্দা।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অন্তত ৩০ যুবক হাঁটু গেড়ে ঘাসের ওপর বসা। তাদের হাতে হ্যান্ডকাফ। মাথা ও মুখ সাদা কাপড়ে ঢাকা। মাথায় ব্যাজবলের ক্যাপ পরা। পার্ক ইভেন্টে এলজিবিটি সম্প্রদায়ের অনুষ্ঠানে দাঙ্গা হামলার পরিকল্পনা ছিল তাদের।

ভার্জিনিয়ায় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর ‘ইউনাইট দ্য রাইট র‍্যালির পর ২০১৭ সালে প্যাট্রিয়ট ফ্রন্ট গঠিত হয়।

গোষ্ঠীর ইশতেহারে যুক্তরাষ্ট্রে একটি শ্বেতাঙ্গ গোষ্ঠীর আধিপত্য বজায় রেখে (এথনোস্টেট) গঠনের আহ্বান জানানো হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীগুলোর তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি বর্ণবাদী ষড়যন্ত্র, ঘৃণা তত্ত্ব ছড়িয়ে দেয়ার জন্য গণমাধ্যম, ইন্টারনেট ও রাজনীতিরও সমালোচনা করেছেন।

গত মাসে নিউ ইয়র্ক রাজ্যের বাফেলোর সুপার মার্কেটে এক বর্ণবাদী হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনায় শোক জানানোর পর বাইডেন এ প্রতিক্রিয়া গত ১৭ মে জানান।

এসএ/