আবারো করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আবারো করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

সোমবার (১৩ জুন) টুইটারে দেওয়া এক বর্তায় তিনি নিজেই এ কথা জানান। খবর রয়টার্স’র। 

টুইটার বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জানান, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি ফলো করছি। করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ায় সুস্থবোধ করছি। সুতরাং আপনি যদি ভ্যাকসিন না নেন, শিগগির নিয়ে ফেলুন, এবং যদি সম্ভব হয় তবে বুস্টার ডোজ নিন।’

কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন।

এদিকে ট্রুডো বাইডেনের মধ্যকার বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি জেভিয়ের বেসেররাও করোনা আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

ওআ/