হবু জামাইকে ৩৬৫ পদের খাবার দিয়ে শাশুড়ির আপ্যায়ন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হবু জামাইকে ৩৬৫ পদের খাবার দিয়ে শাশুড়ির আপ্যায়ন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশে সংক্রান্তি একটি বড় উৎসব। পশ্চিম গোদাভারির নারসাপুরামের একটি পরিবার এ উৎসব উদযাপনে ব্যতিক্রমী আয়জন করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তারা হবু জামাইয়ের জন্য মহাভোজের আয়োজন করেছে এবং খাবারের মেন্যু বেশ লম্বা।

পরিবারটি হবু জামাইকে রাজকীয় ভোজ পরিবেশন করে, যেখানে ছিল ৩৬৫ পদের খাবার। তেলেগু ঐতিহ্যে জামাইকে বার্ষিক নবান্ন উৎসবে দাওয়াত করে খাওয়ানোর প্রচলন রয়েছে এবং পরিবারটি ৩৬৫ পদের খাবার প্রস্তুত করে হবু জামাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। 

খাবারের তালিকায় রয়েছে ৩০ প্রকারের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও ঐতিহ্যবাহী ১০০ রকমের মিষ্টি, ১৫ ধরনের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয়, ফল।

এসএ/