ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বরিশাল: পলক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বরিশাল বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৬ জুন) বরিশাল সদরের নথুল্লাবাদ কাশিপুরে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এই হাই-টেক পার্কের ফলে বরিশালের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশের সমৃদ্ধি নিশ্চিত করার জন্য শিল্পায়নকে গুরুত্ব দিয়েছেন। হাই-টেক শিল্প বিকাশে বর্তমান সরকারের দূরদর্শী ও সময়োপযোগী পদক্ষেপে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। দেশ আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌছে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণে পরিবর্তিত হচ্ছে মানুষের জীবন যাপন পদ্ধতি। মানুষের ঘরে ঘরে বৃদ্ধি পাচ্ছে টিভি, ফ্রিজ এসিসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের চাহিদা। এ চাহিদা পূরণ করতে আজ আর আমাদের পরমুখাপেক্ষী আমদানীর প্রতি নির্ভরশীল হতে হবেনা।বরিশালবাসীর উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই হাই-টেক পার্কের মাধ্যমে এখানকার তরুণ-তরুণীদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হলো। এই প্রকল্পের মাধ্যমে এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এখানে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধুর ভগ্নীপতি ও বঙ্গবন্ধুর সরকারের মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতকে স্মরণ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘তাঁর বাসভবন ২৭ মিন্টো রোডে স্বাধীনতা বিরোধী ক্যাপ্টেন মাজেদ এর নেতৃত্বে আক্রমণ করা হয়। সেই হামলায় তাঁর পুত্র-কন্যাসহ অনেকেই শহীদ হন। সৌভাগ্যক্রমে আরেক ছেলে বর্তমান সফল মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর বাবা আবুল হাসনাত আবদুল্লাহ দরজার পিছনে লুকিয়ে বেঁচে যান। স্বাধীনতার আগে বঙ্গবন্ধু যতবার বরিশালে এসেছেন, ততবারই নগরীর কালীবাড়ি সড়কে বোন আমেনা খাতুনের অর্থাৎ সাবেক মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের বাড়িতে অবস্থান করতেন।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার ঋণ প্রদান করছে। এরই অংশ হিসেবে আজ বরিশালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এই হাই-টেক পার্ক স্থাপন করা হলে বরিশাল হয়ে উঠবে ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব। ফলে এই অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন আসবে। ভারত সরকারের লাইন অব ক্রেডিট এবং বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’
স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর মাধ্যমে বর্তমানে সারা দেশে ৯২টি হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক/আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে, ইতোমধ্যে ০৯টি পার্ক স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে যেখানে ইতোমধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত হাই-টেক পার্কসমূহে ১৯০টি প্রতিষ্ঠানকে স্পেস ও প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে ১২৩টি প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ১৫১টি স্থানীয় স্টার্টআপ কোম্পানিকে বিনামূল্যে স্পেস/কো-ওয়ার্কিং স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালক এ, কে, এ, এম, ফজলুল হক জানান, প্রায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে বরিশাল সদরের নথুল্লাবাদ কাশিপুরে প্রায় ৬.৬৯ একর জমিতে এই হাই-টেক পার্ক স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ৩০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রকল্পের আওতায় ১০০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনু্ষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আইসিটি বিভাগ ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওআ/