যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় নিহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বন্দুকধারীদের হামলাতে জর্জরিত যুক্তরাষ্ট্র। কিছুতেই যেন থামছে না বন্দুক হামলার ঘটনা। প্রায়ই শোনা যায় স্কুলসহ বিভিন্ন পাবলিক প্লেসে গোলাগুলি। কয়েক সপ্তাহের মধ্যেই দুটি স্কুল, একটি হাসপাতাল, একটি গির্জা, ভিড়ের মধ্যে গুলি, একসাথে ৩ শহর ও শিকাগো শহরের পর এবার আলবামা অঙ্গরাজ্যে একটি চার্চে বন্দুক হামলায় ২ জন নিহত এবং অপর ১ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) রাতের প্রথম ভাগে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
এদিন সন্ধ্যার পর ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনস এপিস্কোপাল চার্চে এই বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। শহরের পুলিশ বিভাগ ফেসবুকে এ কথা জানায়।
চার্চটির ওয়েবসাইটে বলা হয়, গির্জায় নিয়মিত নৈশভোজের আয়োজনের সময় বন্দুকধারী এই হামলা চালায়।
পুলিশের ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, বন্দুকধারী একাই চার্চে ঢুকে গুলি চালায়। গুলিতে তিনজন আহত হয়, এদের মধ্যে দুই জন মারা গেছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি বন্দুক সহিংসতার মহামারির মধ্যে রয়েছে। এর মধ্যে বড় হামলার ঘটনা ঘটেছে গত ২৪ মে টেক্সাসের উভালদে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। যে হামলায় ১৯ শিশু এবং ২ শিক্ষক নিহত হন।
বন্দুক সহিংসতা আর্কাইভ নামে একটি এনজিও জানায়, যুক্তরাষ্ট্রে বছরের শুরু থেকে এ পর্যন্ত আত্মহত্যাসহ বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত ২০ হাজারের বেশী লোক মারা গেছে।
এদিকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোরতর করা নিয়ে এখনও বিবদমান যুক্তরাষ্ট্রের আইনসভা। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশও করেছে হাজার হাজার মানুষ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা ও এতে প্রাণহানির ঘটনা কিছুতেই থামছে না। এর আগে দেশটির আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়। আহত হয় আরো অনেকে। তার পূর্বে ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি মেডিকেল সেন্টারে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়। আহত হয়েছিলেন আরো অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। ওই হামলায় ১ নারী নিহত ও ২ জন আহত হয়। গত ২৪ মে টেক্সাসের উভালদে এলাকায় একটি এলিমেন্টারি একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ২১ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জনই শিশু। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে স্কুলে সংঘটিত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
এসএ/