আবারও করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আবারও করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসাসেবা নিচ্ছেন।

শনিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষামন্ত্রীর দেহে করোনাভাইরাসের কিছু উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ডা. দীপু মনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি দশম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি আবার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

ওআ/