সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

সিলেট ব্যুরো: সিলেট বিভাগে ফের স্বমহিমায় ফিরছে মহামারি করোনাভাইরাস। গত রোববার করোনার দৈনিক সংক্রমণের হার ১৩ শতাংশ ছাড়ানোর পর আজ বুধবার বিভাগে ২৬ শতাংশ পার করল করোনার দৈনিক সংক্রমণ। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। এদিকে বিভাগে করোনার চিত্র আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত প্রতিবেদন বলছে, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৪৩ টি নমুনা পরীক্ষায় ২৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গত রোববারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ১ হাজার ৭২টি নমুনা পরীক্ষা ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। রোববার পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিলো ১৩ দশমিক ৮১ শতাংশে। যা তিন দিনের ব্যবধানে দাড়িয়েছে ২৬ দশমিক ২৭ শতাংশে।

বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২৭৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬১ জন, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ২৭৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৩৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯২৯ জন। এছাড়া সুনামগঞ্জে ৬ হাজার ২৯২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭৭২ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ৩৪৫ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এরমধ্যে ৯ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জে ৪০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ২৩৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৩১ হাজার ৮৪৮ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ৭৪৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৮৭ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন করোনা আক্রান্ত রোগী। সকলেই সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৭ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যিনি সিলেট জেলায় মারা গেছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৯৯২ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।

এসএ/