ইউক্রেনের শিশুদের সাহায্যের জন্য নোবেল বেচে দিলেন রুশ সাংবাদিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউক্রেনের শিশুদের সাহায্যের জন্য নোবেল বেচে দিলেন রুশ সাংবাদিক

রুশ স্বাধীনধারার সংবাদমাধ্যম নোভায়া গ্যাজেটা’র প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতব।  ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। এবার রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় এগিয়ে আসতে নিজের নোবেল শান্তি পুরস্কার বিক্রি করে দিয়েছেন তিনি। যুদ্ধে বাস্তুচ্যুত ইউক্রেনীয় শিশুদের সহায়তার জন্য নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক নিলামে বিক্রি করেছেন তিনি।

বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স মঙ্গলবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানা যায়, নিলামে ১০৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয় পদকটি এবং সেই সম্পূর্ণ প্রাপ্য অর্থ ইউক্রেনের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হবে। যদিও পদকটি কে কিনেছেন তা এখনও প্রকাশ করা হয়নি। ওই পুরো অর্থই তিনি ইউনিসেফকে দিয়েছেন ইউক্রেনকে সাহায্য করার জন্য। 

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপরই নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

গণমাধ্যম সূত্রে জানা যায়,  ইউক্রেনে রাশিয়ার কার্যক্রমকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করলে শাস্তি পেতে হবে এমন ঘোষণার পর নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ রাখা হয়। কারণও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের কঠোর সমালোচক ছিলো মুরাতবের নোভায়া গ্যাজেটা সংবাদপত্র।

আরও জানা যায়, মুরাতবের নোবেল পুরস্কারের নিলাম যে কোনো নোবেল পদকের নিলামের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে নিলামে ৫ মিলিয়ন ডলারের নিচে বিক্রি হয় নোবেল।

এএফপি বলছে, হেরিটেজ অকশানস এর আয়োজিত নিলামে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে দর ঘোষণার মাধ্যমে নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি কিনে নেন। ক্রেতা ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৩ সালে অন্য আরও বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে নোভায়া গেজেটা প্রতিষ্ঠা করেছিলেন দিমিত্রি মুরাতভ। তবে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর চলতি বছরের মার্চ মাসে এই পত্রিকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এসএ/