মার্কিন পার্লামেন্টে ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বন্দুক হামলায় জর্জরিত যুক্রাষ্ট্রে এ হামলা থামানোর জন্য গত তিন দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস করেছে মার্কিন সিনেট। কংগ্রেসের উচ্চ কক্ষে ৫০ ডেমোক্র্যাট ও ১৫ রিপাবলিকান সিনেটরের ভোট পেয়ে বিলটি পাস হয়।
শুক্রবার (২৪ জুন) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সদস্যদের প্রতি দ্রুত এই বিলে সই করার আহবান জানান। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এই বিলটি পাস হলে তা অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে।
বিবৃতিতে বাইডেন বলেন, “২৮ বছরের অচলতার পর কংগ্রেসের দ্বিদলীয় সদস্যরা একসাথে কাজ করে আমাদের সমাজে বেড়ে যাওয়া অস্ত্র সহিংসতা নিয়ে আইন পাস করার পদক্ষেপ নিয়েছেন। উভালদে ও বাফেলোর ভুক্তভোগী পরিবার- এবং তার আগে আরও অনেক মর্মান্তিক বন্দুক হামলার শিকার পরিবারগুলো পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে আসছিলেন, এবং আজকে আমরা তা করেছি।”
রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি এই বিলের বিরুদ্ধে ভোট দেয়ার জন্য রিপাবলিকান সদস্যদের তাগাদা দিয়ে আসলেও, দ্রুতই এই বিলটিকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন স্পীকার ন্যান্সি পেলোসি।
ভোটের পর পেলোসি বলেন, “আগামীকাল সকালে রুলস কমিটির প্রথম কাজ হবে জীবন রক্ষাকারী এই বিলটিকে ফ্লোরে আনার কাজ এগিয়ে নেয়া।”
অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য আইন হলেও, ডেমোক্র্যাট নেতা ও অ্যাক্টিভিস্টরা যে ধরনের পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন তার তুলনায় এটি অপ্রতুল।
এই আইন অনুযায়ী ২১ বছরের কম বয়সী কেউ অস্ত্র কিনতে চাইলে তার ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুলের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ১৫ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হবে।
তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের যৌথ সমর্থন পাওয়ার দিক দিয়েও এই বিলটি ঐতিহাসিক। অতীতে বহুবার রিপাবলিকান নেতাদের আপত্তির কারণে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস হওয়া আটকে গেছে।
এসএ/