শিক্ষিকাকে চটি দিয়ে মারপিট, প্রধান শিক্ষক বহিষ্কার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শিক্ষিকাকে চটি দিয়ে মারপিট, প্রধান শিক্ষক বহিষ্কার

স্কুলের কক্ষে এক পার্শ্ব শিক্ষিকাকে চটি দিয়ে মারপিটের অভিযোগ উঠল প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সবার সম্মূখে এই পার্শ্বশিক্ষিকাকে পরপর আঘাত করতে থাকেন তিনি। অভিভাবকদের কয়েকজন প্রধানশিক্ষককে বাধা দিয়ে মারপিট বন্ধ করান। 

শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরির মহানগুখেড়া প্রাথমিক বিদ‍্যালয়ে। অভিযুক্ত প্রধানশিক্ষকের নাম অজিতকুমার।

অভিযোগ, শুক্রবার সকালে স্কুলে পৌঁছতেই পার্শ্বশিক্ষিকা সীমা দেবীকে চটি দিয়ে মারেন। কিন্তু কেন তাঁকে মারলেন প্রধানশিক্ষক, বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক লক্ষীকান্ত পান্ডে। 

এ ঘটনা নেটমাধ‍্যমে প্রকাশ‍্যে আসতেই প্রধানশিক্ষক অজিতকুমারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষা আধিকারিক। 

আধিকারিক সূত্রে প্রকাশ, একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষককে এভাবে মারা মোটেই কাম‍্য নয়। অভিযুক্ত শিক্ষক রাজ‍্যের শিক্ষা দফতরের ভাবমূর্তি নষ্ট করেছেন। শিক্ষকদের জন‍্য যে নিয়ম রয়েছে, তা লংঘন করেছেন প্রধানশিক্ষক। 

পান্ডে জেলার সমস্ত স্কুলকে সর্তকবার্তা দিয়েছেন, ‘এ ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যদি কারও বিরুদ্ধে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’

এসএ/