পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই টিকটকার আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনই সেতুতে চলছে নিয়ম ভাঙার হিড়িক। গাড়ি থামিয়ে কেউ তুলছেন ছবি আবার কেউ সেতুর ওপর দাঁড়িয়ে করছেন টিকটক ভিডিও। তেমনই এক টিকটকার পদ্মা সেতুর নাট-বল্টু খুলছেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অবশেষে সেই টিকটকার যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। তবে সে এটি মজা করে করছে নাকি কোনও উদ্দেশ্য নিয়ে করছে তা যাচাই-বাছাই করতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে।
রবিবার (২৬ জুন) বিকালে সিআইডির সাইবার ক্রাইমের একজন অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তার উদ্দেশ্য যাচাই করার নির্দেশ দিয়েছে। তিনি যদি কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে এটি করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি কেবল না বুঝে মজা করে থাকে তাহলে মুচলেকা নেওয়া হতে পারে।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা

জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব

ডাকসুর মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সভা-সমাবেশ বিষয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি করল ডিএমপি
