আসামে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৬
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বন্যায় নিমজ্জিত জলে ডুবে ৪ শিশু সহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে ভারতের আসামরাজ্যে। এনিয়ে চলিত বছরে উত্তর-পূর্বের এই রাজ্যে প্লাবন পরিস্থিতিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। তাঁদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে ধসের জেরে।
বরপেটা, কাছাড়, দারাং, করিমগঞ্জ ও মরিগাঁওয়ে একজন করে মৃত্যু হয়েছে। ২২ লক্ষের ও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। আসামের দুর্গত জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা। সেখানে প্রায় ৭ লক্ষ মানুষ দুর্ভোগে রয়েছেন। নগাঁওয়ে ৫ লক্ষের ও বেশি মানুষ দুর্দশার দিনাদিপাত করছেন। কাছাড়ের ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লক্ষের বেশি মানুষ।
সংবাদে প্রকাশ, বন্যা পরিস্থিতিতে রাজ্যে ৭৪ হাজার ৭০৬ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ৫৬৪ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ২ লক্ষ!১৭ হাজার ৪১৩ জন। অপর দিকে, আসামের শিলচর শহর ও কদিন ধরে জলবন্দি অবস্থায় রয়েছে।
রবিবার (২৬ জুন) শিলচরের বিভিন্ন এলাকার উদ্ধারকারীদের বোটে করে পরির্দশন করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি।
এসএ/