চীনকে দাবাতে সাত দেশের ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চীন ও চীনা প্রকল্পগুলোকে দাবাতে এবং ট্ক্কো দিতে সরকারি ও বেসরকারি খাত থেকে ৬০০ বিলিয়ন ডলারের ফান্ড তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন জি৭ অন্তর্ভুক্ত ৭ দেশের শীর্ষ নেতারা।
রোববার (২৬ জুন) জার্মানিতে শুরু হওয়া জি৭ সম্মেলনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাকি চার দেশের প্রধান 'পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইনভেস্টমেন্ট' নামে এই পদক্ষেপ ঘোষণা করেন। ব্রিটেন ও ফ্রান্স সম্মেলনে অংশগ্রহণ করলেও এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বরিস জনসন ও ইম্যানুয়েল ম্যাক্রোঁ।
মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন জানান, “যুক্তরাষ্ট্র আগামী পাঁচ বছরে গ্রান্ট, ফেডেরাল ফান্ড ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দুইশ' বিলিয়ন ডলার দেবে। এই অর্থ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৈশ্বিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা ও ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে সহায়তা করতে ব্যবহার করা হবে।”
এই অর্থ দাতব্য সহায়তা নয় উল্লেখ করে বাইডেন বলেন, “এটি একটি বিনিয়োগ যা সবার জন্য সুফল বয়ে আনবে। গণতান্ত্রিক দেশের সাথে অংশীদারিত্বের সুফল কী তা এটি অন্যান্য দেশকে দেখাবে।”
এদিকে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ স্কিমের বিকল্প খুঁজতে ইউরোপ তিনশ' বিলিয়ন ইউরো দেবে বলে জানান ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।
এশিয়া থেকে ইউরোপে প্রাচীন সিল্ক রোড রুটের আধুনিক সংস্করণ তৈরি করতে চীন এই ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে প্রায় একশটি দেশে বিনিয়োগ করে থাকে।
এসএ/