করোনা আক্রান্ত ইসি কমিশনার রাশেদা সুলতানা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


করোনা আক্রান্ত ইসি কমিশনার রাশেদা সুলতানা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার বেগম রাশেদা সুলতানা। করোনা পজিটিভ হলেও তিনি সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন। 

সোমবার (২৭ জুন) দুপুরে ইসি রাশেদা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। ওই পরীক্ষাতে করোনা পজিটিভ আসে। যার ফলে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। গত বৃহস্পতিবার থেকে বাসায় আইসোলেশনে আছি এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।   

ইসি রাশেদা বলেন, করোনা পজিটিভ হলেও আমি সুস্থ আছি। করোনার লক্ষণগুলো আমার মধ্যে নেই। জ্বর বা ঠাণ্ডা অথবা কাশি কোনোকিছুই নেই। ১০ দিন পর আবার আমার কোভিড টেস্ট করা হবে।

জি আই/