চলন্ত গাড়িতেই মা ও ছয় বছরের মেয়েকে ধর্ষণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
একটি ধর্মীয় স্থান থেকে বাড়ি ফেরার পথে ভারতের হরিদ্বারের রুরকিতে চলন্ত গাড়িতে মা ও তার ৬ বছরের মেয়েকে ধর্ষণ করে গাড়ি থেকে তাদের খালে ফেলে দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা এসকে মজুমদার জানিয়েছেন, “একটি ধর্মীয় স্থান থেকে রোববার (২৬ জুন) রাতে বাড়ি ফিরছিলেন এক নারী ও তার ছয় বছরের মেয়ে। রাস্তায় সোনু নামে এক ব্যক্তি গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন ওই নারীকে। সেই সময় গাড়িতে ছিলেন সোনুর আরও কয়েকজন বন্ধু। এরপরই চলন্ত গাড়িতে ওই নারী ও তার মেয়েকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনার পর একটি খালে তাদের ফেলে দেন অভিযুক্তরা।”
তিনি আরো জানান, “খাল থেকে কোনো অবস্থায় বেঁচে ফিরে ওই নারী থানায় এসে অভিযোগ দায়ের করেন। তবে গাড়িতে ঠিক কতজন ব্যক্তি ছিলেন, তা স্পষ্ট করে বলতে পারেননি ওই নারী। শুধুমাত্র সোনুর নাম উল্লেখ করেন তিনি। তার দাবি, গাড়ি চালাচ্ছিলেন সোনু। রুরকির সিভিক হাসপাতালে ওই নারী ও তার মেয়েকে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালছে।”
এসএ/