Logo

মাহফিল থেকে ফেরার পথে চেয়ারম্যান প্রার্থীসহ ২জনকে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
59Shares
মাহফিল থেকে ফেরার পথে চেয়ারম্যান প্রার্থীসহ ২জনকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫)সহ ২ জন নিহিত হয়েছেন। শুক্রবার রাতে ওয়াজ মাহফিল থেকে ...

বিজ্ঞাপন

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫)সহ ২ জন নিহিত হয়েছেন। শুক্রবার রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে কুড়িঘর গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাটঘর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বর্তমান চেয়ারম্যানের ছেলে এরশাদুল হক এবার প্রতিদ্বন্দিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার রাতে কুড়িঘর গ্রাম বাজারে ওয়াজ মাহফিলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সবার কাছে দোয়া চান তিনি। 

বিজ্ঞাপন

ওয়াজ মাহফিল শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় সামনে চালকের আসনে বসা বাদল সরকার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পেছনে বসা ছিলেন এরশাদ গুরুতর আহত হন।

এরশাদকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা আনার পথে এরশাদুল মারা যায়। 

ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD