করোনায় আক্রান্ত খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়েছেন খাদ্যমন্ত্রী
সাধন চন্দ্র মজুমদার। বর্তমানে তিনি ঢাকায় সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তবে তার
এ সংক্রান্ত কোনো উপসর্গ নেই।
বৃহস্পতিবার
(২০ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন গণমাধ্যমকে এই তথ্য
নিশ্চিত করেছেন।
খাদ্য
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বলেন, মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা
দেন সাধন চন্দ্র মজুমদার। বুধবার বিকেলে তার রিপোর্ট পজেটিভ আসে। তবে মন্ত্রীর শরীরে
করোনা উপসর্গের কোনো রকম লক্ষণই ছিল না। হেলিকপ্টারে যোগে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তার। এজন্য সকল
প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।
ওআ/