উদ্বোধনের আগেই সেতুতে ফাঁটল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


উদ্বোধনের আগেই সেতুতে ফাঁটল

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে উদ্বোধনের আগেই সোয়া ২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সেতুর উইং ওয়ালে ফাঁটল দেখা দেয়ায় স্থানীয় জনমনে শুরু হয় অসন্তোষ ও সমালোচনার ঝড়। বিষয়টি ধামাচাপা দিতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

দীর্ঘ প্রতীক্ষার পর ২ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে সম্প্রতি সম্পন্ন হয় উপজেলার নরসিংপুর-বাংলাবাজার সড়কের প্রবেশমূখে নরসিংপুর বাজার সংলগ্ন রগার খালের উপর বহুল প্রত্যাশিত সেতুর নির্মাণকাজ। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীতে উদ্বোধনের আগেই ফাঁটল দেখা দেয় সেতুর উইং ওয়ালে । এ নিয়ে স্থানীয় সচেতন মহলে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়াসহ নানা প্রশ্নের উদ্রেক! অপরদিকে অনাকাঙ্কিত ওই বিষয়টি ব্যাপকহারে ফেসবুকে ভাইরাল হয়। তাই তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাঁটলে সিমেন্টের লেপন (আস্তরন) দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। এতে অসন্তোষ প্রকাশ করছেন ভূক্তভোগী জনগোষ্টিসহ এলাকাবাসী।

মুঠোফোনে যোগাযোগ করা হলে ঠিকাদারী প্রতিষ্টানের পরিচালক মিলন বাবু বলেন, ‘এটা কক্সিট এর দাগ, এটা ফাঁটল নয়। ধামাচাপা দেওয়ার মতো কোনো কাজ করেনি আমার কর্মচারীরা।’ 

এলজিইডি’র দোয়ারাবাজার উপজেলা উপসহকারী প্রকৌশলী সাদিরুল ইসলাম বলেন, ‘এটা ফাঁটল নয়, এক্সপানশন জয়েন্ট। জয়েন্টে কক্সিট না দেওয়ায় এরকম সৃষ্টি হয়েছে।’