চাপ নেই পাটুরিয়ায়, দিনের শেষে চাপ বাড়ার আশঙ্কা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পবিত্র ঈদুল আজহা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে। কর্ম ব্যস্ত মানুষ পুনরায় আবার জীবিকার টানে রাজধানীসহ আশপাশের কর্মস্থলে ফিরছেন।
এতে করে সড়ক ও নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ পড়তে শুরু করেছে। তবে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলোদিয়া নৌপথ রয়েছে অনেকটা স্বাভাবিক। তবে কর্তৃপক্ষের দাবি দিনের শেষ অংশে যাত্রী ও যানবাহনের বড় একটা চাপ পড়বে। সে প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
চাপ না থাকায় স্বাভাবিক পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যে পারাপার হচ্ছে যাত্রীবাহী পরিবহন ও কাটা গাড়িতে করে আসা যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ঈদের দ্বিতীয় দিন পাটুরিয়া থেকে দৌলোদিয়া পর্যন্ত ২২০০ যানবাহন ও দৌলোতদিয়া থেকে পাটুরিয়া পর্যন্ত প্রায় ১৩০০ যানবাহন পারাপার হয়েছে। যা কিনা স্বাভাবিক সময়ের চেয়েও অনেক কম।
পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার পান্না লাল নন্দি জনবাণীকে বলেন, “আজ থেকে অফিস-আদালত খোলা তাও লঞ্চে যাত্রীর কোনো চাপ নেই। ঘাটে এসে লঞ্চ বসে থাকে। যাত্রী কম থাকায় অল্প সংখ্যক যাত্রী নিয়েই লঞ্চ ছেড়ে আসছে। এমন পরিস্থিতি বিগত ঈদের সময় দেখিনি।”
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ্ মো. খালেদ নেওয়াজ জনবাণীকে বলেন, “পাটুরিয়া-দৌলোদিয়া রুটে যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় ছোট বড় মিলিয়ে ১২টি ফেরি বহরে যুক্ত রাখা হয়েছে বাকি ৮টি ফেরি ঘাট এলাকায় নোংর অবস্থায় আছে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক, দিনের শেষে একটা চাপ পড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় ঘাট এলাকায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।”
এসএ/