পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

নিজস্ব প্রতিবেদক: চলমান সব পরীক্ষা হঠাৎ করে স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয়বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

সময় বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, ভয়াবহ সেশনজটে আছি আমরা। আজ শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কেন্দ্রে এসে জানতে পারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমাদের সঙ্গে এমন প্রহসন কেন? আজকের পরীক্ষা দিলেই শেষ হয়ে যেত আমাদের পরীক্ষা। আজ পরীক্ষা হলে কী এমন ক্ষতি হতো?

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়