৯টা থেকে ৩টা পর্যন্ত অফিস করার প্রস্তাব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৯টা থেকে ৩টা পর্যন্ত অফিস করার প্রস্তাব

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে অফিসের সময় কমিয়ে আনার চিন্তা-ভাবনা চলছে। অফিসসূচি সকাল ৯ থেকে বিকেল ৩ বা ৪টা পর্যন্ত করার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অফিস সময় কমানো হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম হতে পারে। অফিসে যতটুকু না করলেই না, এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করার বিষয়টি চিন্তা করা হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে সিদ্ধান্ত আসবে।  

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই করবো। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেবো। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করবো।’

ওআ/