ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২০ জুলাই) সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।

বিক্ষোভ করা শিক্ষার্থীরা বলেন, টিকিট থাকার পরেও তাদের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না।

এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রেলওয়ে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রেল চলাচল স্বাভাবিক করা হয়। ছাত্রদের সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহী যাওয়ার ব্যবস্থা করা হয়।’

ওই শিক্ষার্থী বলেন, ‘আটটার আগে টিকিট কাটার জন্য ওয়েবসাইট খুলে বসেছিলাম। you are very valuable to us লেখা আসে। একটু পরে দেখি টিকিট নাই।’

ওআ/