ঢাকাকে ১৬২ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঢাকাকে ১৬২ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের জন্য মিনিস্টার ঢাকাকে ১৬২ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধায় টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করেছেন উইল জ্যাকস।

এরপর সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ ৪৪ রানের জুটি গড়েন। মিরাজ ২৫ বলে ২৫ করে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদের বলে আন্দ্রে রাসেলের কাছে ক্যাচ দিয়ে।

সাব্বির রানে ফেরার ইংগিত দিয়েও লম্বা করতে পারেননি ইনিংস১৭ বলে ২ চার ২ ছয়ে করেন ২৯ রান।

তবে গত ম্যাচের মতো আজও বেনি হাওয়েল হাল ধরেন দলের বিপর্যয়ে। দলের অন্যতম তরুণ ব্যাটার শামিম হোসেনকে ১ রানে ফেরান রুবেল হোসেন, নাঈম ইসলামকে রানের খাতাই খুলতে দেননি ইশুরু উদানা।

তবে নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে ৩২ রানের জুটি গড়ে হাওয়েল করেন ১ চার ও ৩ ছয়ে ৩৫ (১৮) রান। চট্টগ্রামের সংগ্রহ ৮ উইকেটে ১৬১ রান।

ঢাকার পক্ষে ৩ উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া আরাফাত সানি, ইশুরু উদানা, শুভাগত হোম ও মাহমুদউল্লাহ নেন ১টি করে উইকেট।

ওআ/