গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডিএসসিসির অভিযান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
১৯৯৮-৯৯ অর্থবছর হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে না গণস্বাস্থ্য নগর হাসপাতাল। দীর্ঘ ২৪ বছর ধরে হোল্ডিং ট্যাক্স বাবদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের বকেয়ার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪০ লক্ষ ২৩ হাজার ১১০ টাকা। বারবার তাগাদা দিয়ে পাওনা আদায়ে ব্যর্থ হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অবশেষে সেই বকেয়া আদায়ের লক্ষ্যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল সিলগালা করতে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।
বুধবার (২০ জুলাই) দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, "দীর্ঘ ২ যুগ ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতাল হোল্ডিং ট্যাক্স বাবদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রাপ্য পরিশোধ করে না। সেই বকেয়া পরিশোধে বিগত দেড় বছরে অনেকগুলো পত্র, তাগিদ পত্র ও ক্রোকি নোটিশ প্রদান করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে অনেকটাই নির্বিকার। বকেয়া পরিশোধ না করায় অবশেষে আজ হাসপাতালটি সিলগালা করার উদ্দেশ্য আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের এক পর্যায়ে কর্তৃপক্ষ ১০ লক্ষ টাকার চেক প্রদান করে এবং বাকী বকেয়া অর্থ মেয়র মহোদয়ের সাথে আলাপ-আলোচনা করে পরিশোধ করার অঙ্গীকার করে।"
অভিযানকালে অন্যান্যের মধ্যে করপোরেশনের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শাহজাহান আলী ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
জেআরবি/ ওআ