দেশে বিদ্যুতের কোনো অভাব নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
“দেশে বিদ্যুতের অভাব নেই। আমাদের বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ঠ সক্ষমতা আছে। তবে আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি।”
শুক্রবার (২২ জুলাই ) রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ মন্তব্য করেন। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুদ্ধের ফলে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবে আমি ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের ভোজ্য তেল দেবে। আর বিদ্যুৎ নিয়ে আমাদের আরও সাশ্রয়ী হতে হবে। আগে আমরা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে লাইট ফ্যান বন্ধ করে বের হতাম। আপনাদের প্রতি অনুরোধ আপনারাও বিদ্যুৎ সাশ্রয় করবেন।”
বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ঠ সক্ষমতা আছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা বিদ্যুতের জন্য অগ্রণী একটি ব্যবস্থা নিয়েছি। এটা ইচ্ছে করেই নিয়েছি, যেন আগামীতে সমস্যা না হয়।”
মন্ত্রী বলেন, “মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, মালয়েশিয়া দ্রুত বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী। প্রয়োজনীয় লোকবল না থাকায় পাম তেল তৈরিতে সঙ্কট হচ্ছে। আমি বলেছি, কর্মী পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি। তাদের প্রায় ৫ লাখ কর্মী দরকার। আশাকরি, আগামী দুই সপ্তাহের মধ্যেই বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে।”
তিনি বলেন, “মালয়েশিয়ায় যেসব বাংলাদেশির ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে, তাদের পারমিটের মেয়াদ বাড়ানোর জন্য সে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি এতে সম্মত হয়েছেন।”
ড. মোমেন বলেন, “আমি আপনাদের আরও একটি সুখবর দিতে চাই। গ্রিসে ১৮-২০ হাজার অবৈধ বাংলাদেশি আছেন। তাদেরকে বৈধতা দেবে দেশটির সরকার।”
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির নেতারা অংশ নেন।
এসএ/