আমি বুঝি না অ্যালজেব্রা কী কাজে লাগে: জাহ্নবী কাপুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আমি বুঝি না অ্যালজেব্রা কী কাজে লাগে: জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জানভি কাপুর। তার আরেক পরিচয় তিনি প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। সম্প্রতি গণিত নিয়ে তার বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে। 

জানভির পরবর্তী সিনেমা ‘গুডলাক জেরি’। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে সিনেমাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। ‘ধড়ক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, ইতিহাস ও সাহিত্য তার সবচেয়ে পছন্দের বিষয়। অন্যদিকে, গণিত একদমই পছন্দ করেন না তিনি। কারণ গণিত নাকি মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে।

জাহ্নবী নিজের স্কুলজীবনের কথা তুলে ধরে বলেন, ‘আমি শুধুমাত্র ইতিহাস এবং সাহিত্য পড়তে ভালোবাসতাম। তাতে ভালো রেজাল্টাও করেছি। কিন্তু অঙ্ক আমার মাথায় ঢুকতো না। আমি আজও বুঝি না অ্যালজেব্রা কী কাজে লাগে!’

২০১৮ সালে প্রেমের ছবি ‘ধড়ক’র মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। তারপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ও ‘ঘোস্ট স্টোরিজ’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।

সবশেষ চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবী অভিনীত ‘গুডলাক জেরি’ ছবি। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত তিনি।

ওআ/