অনলাইনে ক্লাসের পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

সপ্তাহে চারদিন সশরীরে ও একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন।
রবিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন জনবাণীকে বলেন, “সরকারের কৃচ্ছসাধন নীতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো অধিক দায়িত্বশীল প্রতিষ্ঠান। সংকট নিরসনে আমাদেরকেই নেতৃত্ব দেওয়া উচিত৷ এছাড়াও বুয়েটও সকল ক্লাস অনলাইন নেওয়ার ঘোষণা দিয়েছে।”
কার্যকরের বিষয়ে তিনি জানান, “আগষ্টের ১ তারিখ থেকে এ নীতি কার্যকর হবে। শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। প্রত্যক বিভাগের চেয়ারম্যান ও ডিনদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ অর্থপাচারের অভিযোগ

কাউনিয়ায় প্রকৃতি রাঙাচ্ছে বসন্তেরকোকিলের ডাক আর শিমুল ফুলের রং

লালমাটিয়ায় তরুণীকে মারধরের প্রতিবাদ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি

দেশে প্রথম জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫
