Logo

এবার রুপার দামেও ঐতিহাসিক রেকর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ২০:১৫
47Shares
এবার রুপার দামেও ঐতিহাসিক রেকর্ড
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের মতো রুপার দামেও তৈরি হয়েছে নতুন ইতিহাস।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) প্রতি আউন্স স্পট রুপার দাম দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫৭ ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। চলতি বছর রুপার দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ, যা ২০১০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একই দিনে স্বর্ণের দামও প্রথমবারের মতো ৪ হাজার ডলার প্রতি আউন্স অতিক্রম করেছে। পাশাপাশি তামার দাম পৌঁছেছে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় রুপা যুক্ত হওয়ায় সম্ভাব্য শুল্ক নিয়ে বাজারে নতুন জল্পনা তৈরি হয়েছে। এর প্রভাবে গত সপ্তাহে কোমেক্সের শেয়ারের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশনের (এলবিএমএ) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষে লন্ডনের ভল্টে রুপার মজুত ছিল ২৪ হাজার ৫৮১ টন, যার আর্থিক মূল্য প্রায় ৩৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। বর্তমানে এক আউন্স স্বর্ণ কিনতে ৮২ আউন্স রুপা প্রয়োজন হচ্ছে, যেখানে গত এপ্রিলে প্রয়োজন ছিল ১০৫ আউন্স। এতে বোঝা যাচ্ছে, রুপার মূল্যবৃদ্ধি স্বর্ণের চেয়েও দ্রুতগতিতে হচ্ছে।

ওএএনডিএর বিশ্লেষক জাইন ভাওদা বলেন, ‘‘রুপাকে এখন অনেক খুচরা বিনিয়োগকারী নিরাপদ সম্পদ হিসেবে দেখছেন। এতে চাহিদা বেড়েছে এবং দামও দ্রুত বাড়ছে। সরবরাহ সংকট ও শিল্পখাতে বাড়তি চাহিদার কারণে আগামী ছয় মাসে রুপার দাম ৫৫ ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে।’’

বিজ্ঞাপন

এছাড়া চলতি বছর কোমেক্স গুদামে ব্যাপক বিনিয়োগের কারণে লন্ডনের স্পট মার্কেটে তারল্য সংকট দেখা দিয়েছে, যা দাম আরও বাড়িয়েছে বলে বিশ্লেষণ করছে বিশেষজ্ঞরা।

এইচএসবিসির বিশ্লেষক জেমস স্টিল জানান, মার্কিন শুল্ক আরোপের আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে লন্ডন স্পট ও নিউইয়র্ক ফিউচার দামের মধ্যে পার্থক্য বাড়ায়, বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপা নিউইয়র্কে স্থানান্তরে লাভবান হচ্ছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD