বিশ্ববাজারে তেলের দাম নিয়ে বড় সুখবর

গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। এক সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর এবার কিছুটা কমেছে তেলের দাম।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৬১ দশমিক ৩১ ডলারে।
বিজ্ঞাপন
এর আগে, গত বুধবার (৮ অক্টোবর) রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে এক সপ্তাহে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা জোরালো হয়।
তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এর ফলে শুক্রবার কিছুটা স্থিতিশীলতা দেখা যায় তেলের বাজারে, যা দাম কমানোর ক্ষেত্রে সহায়ক হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকলে আগামী সপ্তাহগুলোতে তেলের বাজার আরও স্বাভাবিক হতে পারে।
বিজ্ঞাপন