ভোক্তাপর্যায়ে বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাস ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন দর ঘোষণা করে জানিয়েছে, ডিসেম্বর মাস থেকে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৫৩ টাকা হবে।
আরও পড়ুন: অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয় নভেম্বরে
এছাড়া অটোগ্যাসের দাম ৫৫.৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বিজ্ঞাপন
এর আগে, নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।
এবারের মূল্য বৃদ্ধি বিদ্যুৎ, রান্না ও পরিবহন খাতে খরচ বৃদ্ধির প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ভোক্তাদের জন্য নতুন দাম কার্যকর হওয়ার পর থেকে বাজারে সিলিন্ডার ও অটোগ্যাস কেনার সময় এই নতুন মূল্য প্রযোজ্য হবে।








