বিকাশে সিটি ব্যাংকের ডিজিটাল লোন বিতরণ ছাড়াল ৫ হাজার কোটি টাকা

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে এ পর্যন্ত ৫ হাজার কোটি টাকার বেশি জামানতবিহীন ডিজিটাল লোন বিতরণ করা হয়েছে। মাত্র তিন বছরের মধ্যে এই মাইলফলক অর্জিত হয়েছে। এই সময়ের মধ্যে ১ কোটি ২৭ লাখবারেরও বেশি লোন গ্রহণ করেছেন ১৯ লাখের বেশি গ্রাহক।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) বিকাশ এই তথ্য জানিয়েছে।
বিকাশ ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল লোন সুবিধা দেশের ৬৪ জেলা থেকে গ্রহণ করা হচ্ছে। লোনগ্রহীতাদের মধ্যে প্রায় ২৫ শতাংশ নারী। অধিকাংশ গ্রাহক একাধিকবার এই লোন সেবা ব্যবহার করেছেন।
আরও পড়ুন: শীতের আমেজেও স্বস্তি নেই সবজির বাজারে
বিজ্ঞাপন
প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা বা সীমিত ব্যাংকিং সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য এই ডিজিটাল লোন-সেবা দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করছে। গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে মাত্র কয়েকটি ধাপে, কোনো কাগজপত্র ছাড়াই ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন লোন নিতে পারছেন।
গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে লেনদেনের তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লোনের পরিমাণ নির্ধারণ করা হয়। সিটি ব্যাংক থেকে বিতরণ করা এই লোন চিকিৎসা ব্যয়, শিক্ষা, ব্যবসার মূলধন বৃদ্ধি, নতুন উদ্যোগ, ভ্রমণসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে।
এ লোন নেওয়ার সময় অ্যাপের মাধ্যমে সুদের হার, প্রসেসিং ফি ও অন্যান্য শর্ত-নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রাহকরা দেখতে পারেন। নির্ধারিত সময়ের আগে লোন পরিশোধ করলে শুধুমাত্র ব্যবহৃত সময়ের জন্যই সুদ দিতে হয়। কিস্তি পরিশোধের তারিখ অ্যাপ নোটিফিকেশন ও এসএমএসের মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে বিকাশ ও সিটি ব্যাংক চালু করেছে ‘পে-লেটার’ সেবা। পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও গ্রাহকরা এই সেবার মাধ্যমে বিকাশ অ্যাপে থাকা ডিজিটাল লোন লিমিট ব্যবহার করে সরাসরি মূল্য পরিশোধ করতে পারছে। ‘পে-লেটার’ সেবায় নেওয়া লোন ৭ দিনের মধ্যে পরিশোধ করলে কোনও সুদ দিতে হয় না। গ্রাহক চাইলে মাসিক কিস্তিতেও এ লোন পরিশোধ করতে পারবেন এমন সুবিধাও রয়েছে।








