ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানের নতুন ভ্যাট নিবন্ধন

গত ডিসেম্বর মাসে বিশেষ উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট প্রতিদিন বিশেষ জরিপ ও ক্যাম্পেইন পরিচালনা করেছে। এতে ছুটির দিনসহ প্রতিদিন কার্যক্রম চালিয়ে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, দেশের ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান সংখ্যা বর্তমানে ৭ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে, যা আগে ৫ লাখ ১৬ হাজারে সীমাবদ্ধ ছিল। এই বৃদ্ধি মূলত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের মাধ্যমে সম্ভব হয়েছে। এনবিআর ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করেছে। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা বিশেষ নিবন্ধন অভিযানের মাধ্যমে এক লাখের বেশি অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুনভাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে।
বিজ্ঞাপন
মো. আল আমিন শেখ আরও জানান, ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ এসেছে ভ্যাট থেকে। ভ্যাটের আওতা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমান সরকার বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করেছে।
তিনি বলেন, ভ্যাট নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। নিবন্ধিত প্রতিষ্ঠান ঘরে বসেই ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবে। এছাড়া অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংকে ফেরত দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে ব্যবসায়ীরা ঝামেলা ছাড়াই ভ্যাট সেবা গ্রহণ করতে পারেন।








