Logo

বিশ্বব্যাংকের নামে বড় ঋণ প্রতারণার ফাঁদ, জরুরি সতর্কতা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ১৮:০৮
বিশ্বব্যাংকের নামে বড় ঋণ প্রতারণার ফাঁদ, জরুরি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাটি। ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া পেজ ও আইডির মাধ্যমে বিশ্বব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক স্পষ্টভাবে জানায়, তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না। সংস্থাটির নাম ব্যবহার করে ব্যক্তিগত পর্যায়ে ঋণ দেওয়ার যেসব দাবি করা হচ্ছে, তার সঙ্গে বিশ্বব্যাংকের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকরা বিশ্বব্যাংকের লোগো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত আর্থিক তথ্য, ব্যাংক হিসাবের বিবরণ এবং বিভিন্ন অজুহাতে ফি দাবি করছে। কোথাও কোথাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

বিজ্ঞাপন

বিশ্বব্যাংক জোর দিয়ে জানিয়েছে, তারা কখনোই কোনো ব্যক্তির ব্যাংক সংক্রান্ত তথ্য, পিন নম্বর বা গোপনীয় আর্থিক তথ্য জানতে চায় না। ব্যক্তিগত ঋণ দেওয়ার নামে পরিচালিত কোনো স্কিম বা প্রকল্পের সঙ্গে সংস্থাটির কোনো সম্পর্ক নেই।

এ ধরনের ভুয়া বার্তা বা প্রলোভনের মুখোমুখি হলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বব্যাংকের পরিচয় ব্যবহার করে আসা যেকোনো প্রস্তাব বা যোগাযোগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি প্রতিষ্ঠানের সুনামকে কাজে লাগিয়ে প্রতারকরা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিচ্ছে। তাই নিজ নিজ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন থাকাই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD