অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন ডলার

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। মাত্র দেড় বছরের ব্যবধানে অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলেছে বর্তমান সরকার।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট বিষয়ক স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, এক সময় দেশের অর্থনীতি কার্যত আইসিইউতে ছিল। সেখান থেকে ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি ঘটিয়ে বর্তমানে তুলনামূলক ভালো অবস্থানে আনা সম্ভব হয়েছে। বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে এবং এখন তা স্থিতিশীল ধারায় ফিরেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রবাসী আয় ইতিবাচক অবস্থানে রয়েছে এবং রপ্তানি খাতেও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সময় লাগছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, অর্থনীতি গুরুতর সংকটে থাকলেও এখন তা পুনরুদ্ধারের পথে রয়েছে।
নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গণভোটে সরকারের অবস্থান স্পষ্ট—‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
নবম পে স্কেল বিষয়ে তিনি বলেন, এ লক্ষ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এজন্য বড় অঙ্কের অর্থের সংস্থান প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে অর্থ উপদেষ্টা গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ নির্বাচন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








