Logo

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯
আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৫ হাজার ২৪৯ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। এর মাধ্যমে দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা)–র দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সোমবার (২৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চলতি জানুয়ারিতে এ নিয়ে সাত দফা সোনার দাম বাড়ানো হলো। এর আগের দিনই ২২ ক্যারেট সোনার দাম বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম বাড়ানো হলো। মাসজুড়ে দফায় দফায় বৃদ্ধির ফলে এক ভরি ভালো মানের সোনার দাম প্রায় ৩০ হাজার টাকার বেশি বেড়েছে।

নতুন দর (প্রতি ভরি) ২২ ক্যারেট: ২,৬২,৪৪০ টাকা, ২১ ক্যারেট: ২,৫০,৪৮৪ টাকা, ১৮ ক্যারেট: ২,১৪,৭৩৪ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৬,৫৯৩ টাকা, রুপার দামও বৃদ্ধি। সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী: ২২ ক্যারেট রুপা: ৭,৭৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা: ৭,৪০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা, সনাতন পদ্ধতি: ৪,৭৮২ টাকা।

বিজ্ঞাপন

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও কাঁচামালের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় স্থানীয় বাজারে এ সমন্বয় অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD