Logo

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৩
সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত
ছবি: সংগৃহীত

নতুনভাবে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে নির্ধারিত দিনে উদ্বোধনী আয়োজন না হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ব্যাংকটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে কবে নতুন তারিখ নির্ধারণ করা হবে, সে বিষয়ে পরে জানানো হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দেশের আর্থিক খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। এছাড়া অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে দেশের পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একত্রিত হয়ে নতুন এই ব্যাংক প্রতিষ্ঠা করেছে।

বিজ্ঞাপন

মূলধনের দিক থেকে এটি দেশের ব্যাংকিং খাতে অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার সরাসরি ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা এসেছে আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে।

সংশ্লিষ্টরা বলছেন, এত বড় মূলধন কাঠামো নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া ব্যাংকটির উদ্বোধন স্থগিত হওয়ায় আর্থিক খাতে কিছুটা কৌতূহল তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ভবিষ্যতে নতুন তারিখ নির্ধারণ করে অনুষ্ঠান আয়োজনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD