সোনার বাজারে ভেলকি : সকালে স্বস্তি, রাতেই ফিরল অস্বস্তি

দেশের সোনার বাজারে গত কয়েক দিন ধরে অস্থিরতার অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সকালেও কমছে, রাতে আবার বেড়েছে—এভাবেই চলছে বাজারের ওঠানামা।
বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ঘোষণা দিয়েছে, ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরিতে দাম সর্বোচ্চ ৪ হাজার ৮২ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকায়। এই নতুন দাম রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে, একই দিনে সকালে সোনার দাম কমানো হয়েছিল। বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও দাম বাড়ানো হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বড় ধরনের পতনের মুখে রয়েছে। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৯৩ ডলারে নেমে এসেছে; যা আগের দিন ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলারে ছিল।
বিজ্ঞাপন
দামের বিবরণ অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম: ২,৫৯,৬৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম: ২,৪৭,৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম: ২,১২,৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম: ১,৭৩,৯১০ টাকা।
রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নির্ধারিত মূল্যে- ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম: ৭,২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম: ৬,৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম: ৫,৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম: ৪,৪৩২ টাকা।
বিজ্ঞাপন
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির প্রভাবে দেশে রেকর্ড পরিমাণ সোনার দাম বৃদ্ধি হয়। গত বৃহস্পতিবার ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম একবারে ১৬,২১৩ টাকা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে দাম কমিয়ে ২ লাখ ৭১ হাজার টাকায় নামিয়ে আনা হয়।
বাজার বিশ্লেষকরা বলছেন, এই উঠানামা চলতে থাকায় ক্রেতা ও বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।








