নতুন মুদ্রানীতি সুদহার নিয়ে যে সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক

আসন্ন মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী সময়ে নীতি সুদের হার ১০ শতাংশই থাকবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
সভায় ‘ব্যাংক রেজেল্যুশন অর্ডিন্যান্স-২০২৫’-এর আওতায় সমস্যাগ্রস্ত ৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ৬টি প্রতিষ্ঠান বন্ধ করার প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ৩টি প্রতিষ্ঠানকে সংকট কাটিয়ে উঠতে তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের অনুমোদনের মাধ্যমে এখন এসব প্রতিষ্ঠান বন্ধ করার পর লিকুইডেটর নিয়োগ, সম্পদ বিক্রি এবং প্রাপ্ত অর্থ পাওনাদারদের মধ্যে বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এই ৯টি সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানে মোট ১৫,৩৭০ কোটি টাকার আমানত আটকে আছে। এর মধ্যে সাধারণ গ্রাহকের আমানত ৩,৫২৫ কোটি টাকা এবং ব্যাংক ও করপোরেট আমানত ১১,৮৪৫ কোটি টাকা।
বিজ্ঞাপন
আগেই এই ৯টি ব্যাংক তাদের পরিকল্পনা বোর্ডে উপস্থাপন করেছিল। এর প্রেক্ষিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, জিএসপি ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে তিন মাস সময় দেওয়া হয়েছে। তবে এফএএস ফিন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফিন্যান্স, আভিভা ফিন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিংকে অবসায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, সম্প্রতি ব্যবসায়ীদের পক্ষ থেকে সুদের হার শিথিলের দাবি আসলেও বাংলাদেশ ব্যাংক নীতি সুদের হার ১০ শতাংশই রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে না আসলে সুদের হার কমানোর কোনো পরিকল্পনা নেই। সুদের হার ও মূল্যস্ফীতি বিদেশি মুদ্রার দর এবং বাজারের চাহিদার ওপর নির্ভর করবে।
বিজ্ঞাপন
এছাড়া বোর্ড সভায় ২০২৬ সালের জুলাই পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশ ধরা হয়েছে। এর আগে, গত বছরের অক্টোবর-ডিসেম্বরের মধ্যে ঋণ প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৬.২৩, ৬.৫৮ ও ৬.২ শতাংশ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে দাঁড়িয়েছিল—১০.১৩ শতাংশ—যা আগস্ট থেকে ধীরে ধীরে কমে আসে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং সমস্যা নিরূপিত ব্যাংকগুলোর পুনর্বিন্যাস কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য নেওয়া হয়েছে।








