Logo

সব রেকর্ড ভেঙে সোনার ভরি প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১১:০৮
সব রেকর্ড ভেঙে সোনার ভরি প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন করে মূল্যবৃদ্ধির ফলে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২,৬৯,৭৮৮ টাকা। ২১ ক্যারেট সোনার ভরিতে ৬ হাজার ৯৯৯ টাকা বাড়িয়ে দাম হয়েছে ২,৫৭,৪৮৩ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরিতে ৬ হাজার ৭ টাকা বাড়িয়ে দাম দাঁড়িয়েছে ২,২০,৭৪১ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৫ হাজার ১৩২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,৮১,৭২৫ টাকা।

বিজ্ঞাপন

এর আগে ২৬ ও ২৭ জানুয়ারিতেও দফায় দফায় সোনার দাম বাড়ানো হয়। ২৭ জানুয়ারি ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা তখনকার সর্বোচ্চ রেকর্ড ছিল। নতুন মূল্যবৃদ্ধির মাধ্যমে সেই রেকর্ডও অতিক্রম করেছে সোনা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে— ২২ ক্যারেট রুপার ভরি ৭,৭৫৭ টাকা, ২১ ক্যারেট ৭,৪০৭ টাকা, ১৮ ক্যারেট ৬,৩৫৭ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা ৪,৭৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্বর্ণের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি বাজারে ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD