Logo

আবারও আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৭:১৬
আবারও আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল
ছবি: সংগৃহীত

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় তৃতীয় দফায় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হক সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে দ্বিতীয় দফায় অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। আয়কর আইন অনুযায়ী, গত বছরের ৩০ নভেম্বর ছিল রিটার্ন দাখিলের শেষ সময়। পরে সেটি বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয় এবং পর্যায়ক্রমে আরও সময় বৃদ্ধি করা হয়।

বিজ্ঞাপন

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে করদাতাদের বাড়তি সুবিধা দিতে সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন ছিল। সে কারণেই তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি (২০২৫-২৬) অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD