Logo

আরও বাড়লো সোনার দাম, ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১১:০৯
আরও বাড়লো সোনার দাম, ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দামে বড় উল্লম্ফন দেখা গেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম এক ধাপে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। ফলে নতুন করে প্রতি ভরির মূল্য নির্ধারিত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দর কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে বুধবারও ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম বাড়ানো হয়েছিল ৭ হাজার ৩৪৮ টাকা, যা তখন দাঁড়িয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। একদিনের ব্যবধানে আবার বড় অঙ্কের মূল্যবৃদ্ধিতে আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনা।

বিজ্ঞাপন

আগের ঘোষণায় ২১ ক্যারেট সোনার ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৮ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেট ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৫ হাজার ২৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD