Logo

টানা পাঁচবার বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮
টানা পাঁচবার বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম টানা পাঁচবার বৃদ্ধি পাওয়ার পর অবশেষে কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত নামানো হয়েছে। নতুন মূল্যে ভালো মানের সোনার দাম ২ লাখ ৭১ হাজার টাকার কাছাকাছি নেমে এসেছে।

বিজ্ঞাপন

বাজুস বলছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ার প্রভাবেই স্থানীয় বাজারের দাম সমন্বয় করা হচ্ছে। এ দাম আজ সকাল ১০:৪৫ থেকে কার্যকর হয়েছে।

গতকাল পর্যন্ত সোনার দাম ছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য রেকর্ড করেছিল।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দর কমেছে। বিশ্বব্যাপী স্বর্ণ ও রুপার বাজারের ভিত্তি হিসেবে গণ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি–র তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ২০০ ডলার, যা গতকাল ৫ হাজার ৫৫০ ডলারেরও বেশি ছিল।

বাজুসের ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে সোনার দাম নিম্নরূপ: ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ≈ ২ লাখ ৭১,৩৬৩ টাকা; ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ≈ ২ লাখ ৫৯,০০০ টাকা; ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ≈ ২ লাখ ২২,০২৪ টাকা; সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ≈ ১ লাখ ৮২,৮৩৩ টাকা

বিজ্ঞাপন

সোনার মতো রুপার দামও কমেছে: ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি : ৭,৭৫৭ টাকা; ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি: ৭,৪০৭ টাকা; ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি: ৬,৩৫৭ টাকা। সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি: ৪,৭৮২ টাকা।

বাজুসের এই নতুন মূল্য তালিকা ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য সুবিধাজনক বলে মনে করা হচ্ছে, বিশেষ করে পবিত্র রমজানকে সামনে রেখে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD