Logo

এইচএসসির পঞ্চম দিন: পরীক্ষা দেয়নি ৬৯০৭ জন, বহিষ্কার ১৬

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৩, ০৪:০৬
51Shares
এইচএসসির পঞ্চম দিন: পরীক্ষা দেয়নি ৬৯০৭ জন, বহিষ্কার ১৬
ছবি: সংগৃহীত

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ২৩ হাজার ৭৮৯ জন।

বিজ্ঞাপন

পঞ্চম দিনে ৯ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এছাড়া নকল করার দায়ে ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষার অনুপস্থিত ও বহিষ্কারের তথ্য জানানো হয়নি।

বিজ্ঞাপন

এদিন ৮টি শিক্ষাবোর্ডে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আজই প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  এই শিক্ষাবোর্ডে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ২৩ হাজার ৭৮৯ জন। এদের মধ্যে ১০ লাখ ১৬ হাজার ৮৮২ পরীক্ষার্থী অংশ নেয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ১ হাজার ৮৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া চট্টগ্রামে ৪৪৫ জন, রাজশাহীতে এক হাজার ৩৯ জন, বরিশালে ৪৪২ জন, সিলেটে ৫২৪ জন, দিনাজপুরে ৮৪৬ জন, ময়মনসিংহে ৪১৮ জন, কুমিল্লায় ৬৪৯ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ৭০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রবিবার সারাদেশে ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডে চারজন, বরিশাল বোর্ডে ছয়জন, ময়মনসিংহ বোর্ডে তিনজন, ঢাকা বোর্ডে একজন, যশোর বোর্ডে একজন, দিনাজপুর বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষার দায়িত্বে থাকা একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD