Logo

ষষ্ঠ-স্নাতক শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান, যেভাবে আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১
24Shares
ষষ্ঠ-স্নাতক শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান, যেভাবে আবেদন
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এককালীন চিকিৎসা অনুদান দেওয়া হবে। এই অনুদানের পরিমাণ সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক বা সমমানের পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর রাত ১২টা।

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য শিক্ষার্থী বাছাই করে অনুদান প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ৩ থেকে ৪ মাসের মধ্যে অনুদানের অর্থ পাবেন এবং বিষয়টি তাদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞাপন

যেভাবে আবেদন করতে হবে

শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদন করার সময় দুর্ঘটনার প্রমাণস্বরূপ জেলা পর্যায়ের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা সরকারি হাসপাতালের চিকিৎসকের দেওয়া গুরুতর আহতের প্রত্যয়ন সনদ, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অনলাইনে আপলোড করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া, বিজ্ঞপ্তি অনুযায়ী দুর্ঘটনা অবশ্যই চলতি অর্থবছরে অথবা এর এক বছরের মধ্যে ঘটতে হবে। প্রতিটি শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য কেবল একবারই আবেদন করতে পারবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD