Logo

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৩:৫৩
6Shares
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর
ছবি: সংগৃহীত

আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সব প্রক্রিয়া সম্পন্ন করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ। শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিয়েছে বৃহস্পতিবার ফল প্রকাশের জন্য।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও একইভাবে প্রতিষ্ঠানভিত্তিক ফল পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এছাড়া পরীক্ষার্থীরা ব্যক্তিগত ফল জানতে পারবেন নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়ে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্র অফিসে ফল পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।

ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট https://rescrutinu.eduboardresult.gov.bd -এ প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হবে।

বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কিছু বিষয় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে সামান্য বিলম্বে পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD