ইংরেজির ধাক্কায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেখা দিয়েছে ভয়াবহ ফল বিপর্যয়। বিগত এক দশকের মধ্যে এবারই পাসের হার সর্বনিম্ন। ফেল করেছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী, আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ইংরেজিতে দুর্বল পারফরম্যান্সই এ বিপর্যয়ের মূল কারণ। অধিকাংশ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬০ শতাংশের আশেপাশে। শুধু ঢাকা ও বরিশাল বোর্ডে পাসের হার কিছুটা ভালো, ৭০ শতাংশের ঘরে।
বোর্ডওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, ইংরেজিতে সবচেয়ে খারাপ ফল কুমিল্লা ও যশোর বোর্ডে। কুমিল্লায় পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ এবং যশোরে মাত্র ৫৪ দশমিক ৮২ শতাংশ। চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডেও ইংরেজিতে পাসের হার ৬০–৬৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
বিজ্ঞাপন
অন্যদিকে, বরিশাল বোর্ডে ইংরেজিতে পাস করেছেন ৭৫ দশমিক ১৬ শতাংশ এবং ঢাকা বোর্ডে ৭৩ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী, যা তুলনামূলকভাবে ভালো।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “ইংরেজিতেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পিছিয়েছে। যশোর বোর্ডে তো প্রায় ৪৫ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে দুর্বলতার কারণেই সামগ্রিক ফল কমে গেছে।”
বিজ্ঞাপন
সর্বমোট পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড (৬৪ দশমিক ৬২ শতাংশ), আর সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড (৪৮ দশমিক ৮৬ শতাংশ)। দেশের গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, অর্থাৎ ৪১ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৬৫টি।
তবে আশার দিক হলো, এবারও মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে। ছাত্রীদের পাসের হার প্রায় ৬৩ শতাংশ, আর ছাত্রদের ৫৫ শতাংশ।